সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বোয়ালখালীতে ১০ টাকায় ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম শুরু

বোয়ালখালীতে ১০ টাকায় ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম শুরু

চট্টবাংলা ডট কম । বোয়ালখালী প্রতিনিধি-ঃ
উপজেলার বিভিন্ন স্তানে এবার ওএমএস’র ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা (পরিবার প্রতি অনধিক ১জন) জাতীয় পরিচয়পত্র প্রদর্শণ করে সপ্তাহে একবার সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। সপ্তাহের ৩ দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
আজ (১২ এপ্রিল) রবিবার সকালে পৌরসভার রিভারভিউ এলাকায় এই চাল বিক্রি শুরু হয়, যা প্রতি রবিবার একই স্থানে চলবে। অপরদিকে প্রতি মঙ্গলবার পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ এবং প্রতি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় বোয়ালখালী পৌরসভায় এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটি উপজেলার বিভিন্ন স্থানে করা হবে।
বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাশীম আরা বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারি করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন পদেক্ষেপ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় স্বল্প আয়ের মানুষের জন্য ১০ টাকা দামে চাল বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোই এ চাল বিক্রির সুফল পাবে।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, বোয়ালখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাশীম আরা বেগম। এছাড়াও জনসাধারণের দুরত্ব বজায় রাখা ও নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।
                                                                       

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …