সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / এবার বোয়ালখালীর প্রবেশ মুখে চেকপোস্ট বসালো পুলিশ

এবার বোয়ালখালীর প্রবেশ মুখে চেকপোস্ট বসালো পুলিশ

চট্টবাংলা ডট কম । বোয়ালখালী প্রতিনিধি-ঃ
বোয়ালখালীতে কোভিড-১৯ প্রতিরোধে জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার পরিবহন ও লোকজনের নিয়ন্ত্রণের লক্ষে বোয়ালখালীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।
রবিবার (১২এপ্রিল) সকাল থেকে বোয়ালখালী কালুরঘাট টোল বক্সে এ চেক পোস্ট বসানো হয়।
চেক পোস্টে বিভিন্ন এলাকা থেকে আসা সব যানবাহন তল্লাশি করছে পুলিশ। আজ সকাল থেকে যান চলাচল কম দেখা গেলেও বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
প্রয়োজন ব্যতিত যারা বের হয়েছে তাদেরকে শেষবারের মত সতর্ক করে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। অহেতুক বাহিরে ঘুরাফেরা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সদস্যরা।
চেক পোস্টের দায়িত্বে থাকা এস আই পেয়ার মোহাম্মদ বলেন, লোকজনের অবাধ চলাফেরা রোধে কঠিন অবস্থানে আছি। প্রয়োজন ছাড়া কাউকে উপজেলায় ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী চেকপোস্ট বসানো হয়েছে। তল্লাশি ছাড়া কোনো যানবাহনকে বোয়ালখালী উপজেলার কোথাও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও অযথা চলাচলকারীদের ঘরে থাকতে উৎসাহিত করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জনসমাগম রোধে উপজেলার সর্বত্র আমাদের পুলিশের টহল টিম নিয়মিত কাজ করে যাচ্ছে। এই বিষয়ে সবাইকে সরকারের সব ধরনের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বানও জানান তিনি।
                                                                                                                            

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …