চট্টবাংলা। বোয়ালখালী প্রতিনিধি -ঃ
সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এ পরিস্থিতিতে শহরতলী বোয়ালখালীবাসিকে আক্রান্তের হাত থেকে রক্ষা করতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং জনসচেতনতা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে চলেছেন উপজেলা প্রশাসন।
কিন্তু কোন কিছুতেই যেন তাঁদের আটকানো যাচ্ছেনা বাইরে বের হওয়া থেকে। তাই আরো কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ ১১ এপ্রিল (শনিবার) উপজেলার উপজেলা সদর, কালুরঘাট ব্রীজ, পশ্চিম গোমদন্ডী, দুধ পুকুর পাড়, কানুনগোপাড়া, কালাইয়ার হাট, দাসের হাট, হাজীর হাট এলাকায় ৩০ জন বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, সরকারি নির্দেশনা ব্যতিরেকেই বিভিন্ন হার্ডওয়্যার এর দোকান, চা দোকান খোলা রাখা। অকারনে হেলমেট বিহীন বাইকে ২-৩ জনের চলাচল। উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে বিকাল ৫ টার পরে দোকান খোলা রাখা। কোন যৌক্তিক কারণ ছাড়াই সন্ধ্যা ৬:০০ টার পর
রাস্তায় ঘোরাঘুরি ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে হাজীর হাট বাজার বসানোসহ বিভিন্ন বাইক চালক, পথচারী, মুদি ও হার্ডওয়্যার দোকানের মালিক, বাজার এর ইজারদারদের এই জরিমানা আরোপ করা হয়।
ভ্রম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন এস.আই শরীফ উদ্দীন এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ। এছাড়াও নিয়মিত পেট্রলিং ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সহযোগিতা করেন ক্যাপ্টেন আব্দুল মুবিন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ন’র সদস্যরা।