মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে গানিতিক হারে। তখন সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা নাকরায় নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে ক্রেতা ও বেপরোয়া ব্যবসায়িদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে বাজারের প্রবেশ মুখে ওয়ানওয়ে (একমুখী প্রবেশ পথ) প্রবেশ নিশ্চিত করেছে চান্দগাঁও থানা পুলিশ।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম’র উপস্থিতিতে বহদ্দারহাট বাজার সমিতির সভাপতি হাজী মোহাম্মদ জানে আলম ও সাধারণ সম্পাদক হাজী বদিউল আলমের নেতৃত্বে বাজারের প্রবেশ মুখে এই ওয়ানওয়ে প্রবেশ পথ তৈরী করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সেকেন্ড অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম চট্টবাংলাকে বলেন, জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের সার্বিক তত্বাবধানে শুরু থেকে নগরীর অন্যান্য থানার ন্যায় কাজ করে যাচ্ছে চান্দগাঁও থানা পুলিশ প্রশাসন। কিন্তু নগরীর দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার বহদ্দারহাটের ব্যবসায়িদের সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য বার বার অনুরোধ করা সত্বেও তাদের মাঝে কোনভাবেই যেন শৃঙ্খলা ফেরানো যাচ্ছিলোনা। তাই অনেকটাই বাধ্য হয়ে এব্যবস্থা গ্রহণ করেছি”।
তিনি আরো বলেন, জনসাধারণকে মহামারি করোনার হাত থেকে রক্ষা করতে যদি আমাদের আরো কঠোর হতে হয় তাতেও আমরা পিছপা হবনা। কারণ, আমাদের কাছে সবার আগে জনগণ। তাঁদের জান-মালের নিরাপত্তা দেয়ায় পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।
এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে বাজার সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে। তারা অন্যান্য ব্যবসায়িদের সাথে নিয়ে বিষয়টি মানতে নির্দেশনা দিবেন। এছারাও টিম চান্দগাঁও সার্বক্ষনিক মনিটরিং করবে। তাছাড়া টিম চান্দগাঁও এর হাটলাইন নাম্বার (01769 69 56 69) দেয়া আছে। কোন অনিয়ম দেখলে যেকেউ এ নাম্বারে অভিযোগ জানাতে পারে। অভিযোগ পেলেই সল্প সময়েই আমরা ব্যবস্তা নিব। এ সময় আরো উপস্থিত ছিলেন, টিম চান্দগাঁও এর চৌকস কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফোরকান।
এ বিষয়ে জানতে চাইলে বাজার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ জানে আলম চট্টবাংলাকে বলেন, “টিম চান্দগাঁও এর নির্দেশনা অনুযায়ী আমরা বাজারের প্রবেশমুখে জীবানু নাশক স্প্রে রাখার ব্যবস্তা করেছি। বাকি নির্দেশনা গুলো সমিতির সদস্যদের সাথে আলাপ ক্রমে সম্পন্ন করে নিব”।
সমিতির সাধারণ সম্পাদক হাজী বদিউল আলম এ প্রতিনিধিকে বলেন, “সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে ব্যবসা পরিচালনা করা যায় তার সকল ব্যবস্তা আমরা নিশ্চিত করে নিব”।