রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী আজ

বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী আজ

সবুজ অরণ্য। চট্টবাংলা প্রতিনিধি-
শিক্ষা-সংস্কৃতির আতুরঘর বোয়ালখালী। বিনয়-রমেশ-শেফালীর বোয়ালখালী। রত্নগর্ভা আর বীর প্রসবিনী বোয়ালখালী। কতনামে কত বিশেষণে বিশেষিত করা যায়, এই শহরতলী বোয়ালখালীকে। এজনপদের রুপ,রস আর গন্ধ গায়ে মেখে বেড়ে উঠা একঝাঁক স্বপ্নবাজ তরুণ্যের হাত ধরে জন্ম হয় দেশজ সংস্কৃতির আপনালয় “বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমি”।
সময়টা হেটে চলছে সময়ের হাত ধরে। মনে হল এইতো সেদিন শিশির ভেজা শরতে হৃদমাঝে আকুলি- বিকুলি ” সৃষ্টি সুখের উল্লাসে ঐ বুক ভাসে…”। যুগান্তকারী কোন এক সৃষ্টির মাদকতায় মগ্ন স্বজন। যে সৃষ্টি তারুণ্যকে নিয়ে যাবে অমৃতস্বর কোন উচ্চতায়। যুগ থেকে যুগান্তরে।
কালের বুকে আঁচড় কাটবে স্বরলিপি আর নুপুরের ধ্বণী। ঢোল,মৃদঙ্গ আর সেঁতারের সুরে নববর্ষকে করবে আলিঙ্গন। জন্মহয় বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একেডেমি’র। ঠিকুজি আর কোষ্ঠী গনণায় ১০ এপ্রিল ২০১৬। তারুণ্যের বুকে জন্ম হওয়া সে নবজাতক আজ ৪র্থে রেখেছে পা।
বুকের বাপাশে জমা স্বপ্নটা আজ দেখতে দেখতে আরো একটি বছর পেড়িয়ে গেলো। বর্ণ-পরিচয় আজ একটি পরিবার। একটি সমাজ। যারা প্রতিনিধিত্ব করে আগামীর। প্রতিনিধিত্ব করে দেশজ শুদ্ধ সংস্কৃতির। তাইতো তারা প্রত্যাশা করে সবার ভালোবাসা।
এগিয়ে যাক বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমি। এগিয়ে যাক শুদ্ধ সংস্কৃতি চর্চ্চার পাল তোলা নৌকা। এগিয়ে যাক মেঠো পথের স্বপ্নগুলো। যে স্বপ্ন আশাজাগানিয়া। যে স্বপ্ন ঘুম ভাঙ্গায় অপশক্তিকে পড়াস্ত করার অগ্নিমন্ত্রে।
পরিশেষে বলি-” জন্মক্ষনের বিভূতীভোরে জানাই নিমন্ত্রণ, এক পরিবার-একই ঘরে/ থাকুক আপনজন / জন্মমাত্র একটিতো দিন, অনেক দিনের ভীড়ে / পরিবারের স্বজন গুলো থাকুক একই নীড়ে / স্বরলীপির সুভাষ মাখা যাচ্ছে যেদিন ভালো/ বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমির ছড়িয়ে পরুক আলো”।
বর্ণ-পরিচয় সাংস্কৃতিক একাডেমির জন্মদিনে চট্টবাংলা (www.chattobangla.tv) পরিবার’র শুভেচ্ছা ও অভিনন্দন।
                                                                                                                                   

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …