সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / আন্তর্জাতিক / মঙ্গলগ্রহে পা দিতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ নভোচারী এলিজা কার্সন

মঙ্গলগ্রহে পা দিতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ নভোচারী এলিজা কার্সন

জলি দাশ। চট্টবাংলা ডট কম-ঃ

এলিজা কার্সন যিনি নিজেও জানে পৃথিবীতে কখনো ফিরে আসা হবে না আর। এ-কথা জেনেও মঙ্গলে পা-দিতে যাচ্ছেন পৃথিবীর  সর্বকনিষ্ঠ নভোচারী ১৯ বছর বয়সী ‘এলিজা কার্সন’।

২০৩৩ সালে মঙ্গল-গ্রহে যাবে এই মেয়েটি।  তখন তার বয়স হবে ৩২ যা একজন নভোচারী’র জন্য যথাযথ বয়স। এলিজা জানে মঙ্গলে পা রাখার পর পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা তার প্রায় শূূন্য। তবুও সে পারি দিতে যাচ্ছে, কোটি কোটি মাইল দূরের লোহার-লালচে ঢাকা, প্রচন্ড শীতল নিঃষ্প্রাণ ক্ষীয়মান নীল নক্ষত্রের নিচে।

হয়ত মঙ্গলে অবতরণের পর সে আবারও ফিরে আসবে মাটির এই পৃথিবীত। ফিরে আসবে তার মায়ের কোলে। অথবা হারিয়ে যাবে অনন্ত কালের জন্য। হারিয়ে যাবে কালের গর্ভে।

এলিজা কার্সন ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন সে মহাকাশ পারি দেবে।
(যদি মহান আল্লাহ’র দয়ায় বেঁচে থাকে) তাহলে এই এলিজা’ই হবে মঙ্গলে পা-দেওয়া পৃথিবীর ইতিহাসে প্রথম মানব।

আর মহাকাশ বিজ্ঞানীদের ধারণা মঙ্গল-গ্রহ’ই হবে আমাদের জন্য দ্বিতীয় পৃথিবী!

এটি পড়ে দেখতে পারেন

নতুন ধরনের করোনা ভাইরাসে বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক। চট্টবাংলা ডট কমঃ নতুন ধরনের করোনা ভাইরাসে শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছে । নতুন …