শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / করোনা প্রতিরোধে বাড়তি সতর্কতায় সিএমপি অবরুদ্ধ করা হল নগরীতে প্রবেশের পাঁচপথ

করোনা প্রতিরোধে বাড়তি সতর্কতায় সিএমপি অবরুদ্ধ করা হল নগরীতে প্রবেশের পাঁচপথ

মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
এবার করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে চট্টগ্রাম মহানগরীরতে প্রবেশের পাঁচটি পথই ‘অবরুদ্ধ’ করে রাখার নির্দেশ দিয়েছে সিএমপি কমিশনার।
জরুরি সেবা ছাড়া যে কারো মহানগরীতে প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম মহানগর এলাকায় জরুরী সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ব্যতিরেকে সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচল ও প্রবেশের উপর এনিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি বলেন, নগরের সব প্রবেশপথ ও বিভিন্ন পয়েন্টে সিএমপির পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি।
অবরুদ্ধ করা পাঁচ প্রবেশপথে স্থাপন করা হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। পথগুলো হল, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ দ্বার শাহ্ আমানত সেতু। কালুর ঘাট সেতু।
এছাড়া উত্তর চট্টগ্রামের প্রবেশ দ্বার সিটি গেইট।
কাপ্তাই রাস্তার মাথা ও অক্সিজেন মোড়। পরবর্তী নিদের্শনা নাদেয়া পর্যন্ত এসকল প্রবেশ পথ দিয়ে মহানগরীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় বলেও জানান, সিএমপির জনসংযোগ বিভাগ।
                                                                                                                                                         

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …