শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে প্রতি কেজি দশ টাকায় চাল বিক্রির নির্দেশ উপজেলা প্রশাসন’র

খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে প্রতি কেজি দশ টাকায় চাল বিক্রির নির্দেশ উপজেলা প্রশাসন’র

চট্টবাংলা। হাটহাজারী প্রতিনিধি-ঃ
আগামীকাল (৭ এপ্রিল) মঙ্গলবার থেকে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের মাঝে কেজি প্রতি ১০ টাকা দামে চাল বিক্রি করার নির্দেশনা জারি করেছেন হাটহাজারী উপজেলা অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন।
উপজেলা প্রশাসন থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পার্বতী মডেল স্কুল মাঠ এবং অদুদিয়া মাদ্রাসা স্কুল মাঠে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়-
০১. একজন সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে
পারবেন।
০২. একই পরিবারের একাধিক ব্যক্তি ক্রয় করতে
পারবেন না।
০৩. জাতীয় পরিচয় পত্র সাথে আনতে হবে।
০৪. প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার
বিক্রি হবে।
০৫. প্রতিবারে ২ টন বিক্রি হবে অর্থাৎ প্রতিদিন
৪০০ জন ক্রয় করতে পারবেন। তাড়াহুড়ো
করবেন না কারন সপ্তাহে ৩ বার মোট ১২০০
লোক কিনতে পারবেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পৌরসভায় ৬ জন খাদ্য বিভাগের লাইসেন্সধারী ডিলার আছেন তারা প্রতি বারে ২ জন করে সপ্তাহে তিনদিন বিক্রি করবেন।
প্রাথমিকভাবে এই কার্যক্রমের আওতায় শুধুমাত্র দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহণ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে আর তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের লোকেরা চাল সংগ্রহ করতে পারবে।
এই কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে আগে থেকেই চালু ছিল। এখন পৌরসভায় চালু হলো এবং এবার একর্মসূচির আওতায় পৌরসভায় বসবাসকারীরাই উপকারভোগী হিসেবে সুবিধা ভোগ করবেন। বিজ্ঞপ্তিতে একার্যক্রম চলাকালীন
পৌরসভার জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
                                                                                                                                                

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …