চট্টবাংলা ডেস্ক-ঃ
প্রচলিত একটি জনপ্রিয় গানের কলি আছে-
“চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়। চোখের সেভাষা বুঝতে হলে, চোখের মত চোখ থাকা চাই”। আসলেই তাই। শেষ পর্যন্ত বিজ্ঞানও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শুধু প্রচলিত গান,কবিতা কিংবা প্রবাদই নয়। মানব দেহের ভাষা প্রকাশ পাই তার চোখে।
বিশ্বজুড়ে যখন ঘুম হারাম হওয়ার জোগার হয়েছে করোনা ভাইরাস সনাক্তের চিন্তায়। ঠিক তখনই গবেষকরা জানালো চমৎকার এক তথ্য। যদিও চিকিৎসা বিজ্ঞান এই তথ্য পুরোপুরি সত্যি হিসেবে মানতে নারাজ। তারপরও একেবারেই ফেলনাও ভাবছেনা। এটাকে দেখা হচ্ছে প্রাথমিক সিমটম হিসেবে।
গবেষক রা জানান, চোখ। দুচোখ আমার-
আপনার ভেতরের আয়না। মুখে না-বলা অনেক কথা চোখ বলে দেয়। চোখ দেখে রোগ ধরা, বহু প্রাচীন রীতি। জন্ডিস ও টাইফয়েডের মতো অনেক অসুখ, চোখের রং দেখে বলে দেওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা ভাইরাস’র লক্ষণের যে গাইডলাইন দিয়েছে, সেখানে অনেক উপসর্গের উল্লেখ থাকলেও, করোনায় চোখে যে পরিবর্তন হয়, তার উল্লেখ নেই।
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও গবেষকদের পর্যবেক্ষণ বলছে, শরীরে এই ভাইরাসের সংক্রমণ হলে, ধীরে ধীরে চোখের রং বদলায়। সেই পরিবর্তন দেখেও করোনা আক্রান্তদের চিহ্নিত করা যায়। এমন অনেকের চোখে এই পরিবর্তন দেখে, করোনার পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে রিপোর্ট এসেছে পজিটিভ। এর পরেই ডাক্তার-গবেষকরা রক্তচক্ষুর কথা বলছেন।
করোনা সংক্রমণে চোখ লালবর্ণ ধারণ করে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, চোখ তো ঠাণ্ডা লাগলেও লাল হয়। কনজাংটিভিটিস সংক্রমণেও হয়। তা হলে, করোনার সংক্রমণকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব কী করে। জন্ডিস, টাইফয়েড বা অন্যান্য রোগের ক্ষেত্রে চোখের সাদা অংশের রং পরিবর্তন হয়। করোনাভাইরাসের ক্ষেত্রে চোখের বাইরের চারপাশ ক্রমে লাল হয়ে যায়।
ডাক্তার-গবেষকদের কথায়, রোগীর চোখের দিকে তাকালে মনে হবে, আইশ্যাডো লাগানো রয়েছে। আমেরিকায় করোনায় আক্রান্তদের পরীক্ষা করতে গিয়ে, এক নার্স প্রথম বিষয়টি পর্যবেক্ষণ করেন। চোখের অ্যালার্জি হিসেবে তিনি উল্লেখ করেন। পরে আরও করোনা আক্রান্তদেরও একই লক্ষণ দেখা যায়। এর পরই কারও মধ্যে এ ধরনের পরিবর্তন লক্ষ্য করলে, করোনার পরীক্ষা করানোর আগেই তাদের আইসোলেশনে পাঠিয়ে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস বিভিন্ন ভাবে রোগীকে আক্রমণ করতে পারে। একজনের সঙ্গে অপরজনের সংক্রমণের ধরন মেলে না। কিন্তু, তারা চোখের বাইরের এই রং পরিবর্তনের ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিজারভেশন (সিডিসি) জানাচ্ছে, করোনাভাইরাসের কমন লক্ষণ হল, কফ, জ্বর ও শ্বাসকষ্ট। ক্রমে বুকে চাপ অনুভব করা। বুকে ব্যথা। ঠোঁটে নীলচে ভাব। ডব্লিউএইচও আগে কখনও চোখের এই পরিবর্তনের কথা বলেনি। আমেরিকান অ্যাকাডেমি অব অফথ্যালমোলজির গবেষকরা জানাচ্ছেন, কংজাংটিভিটিস বা অ্যালার্জির মতোও চোখ লাল হতে পারে।
করোনায় আরও একটি পরিবর্তনের কথা বলা হয়েছে, আমেরিকার Academy of Otolaryngology-র ঘাড়-মাথা সার্জারি বিভাগের ওয়েবসাইটে। আক্রান্তদের উপর পরীক্ষা চালিয়ে গবেষকরা জানাচ্ছেন, করোনা সংক্রমণে ঘ্রাণশক্তির লোপ পায় (anosmia)।
সেইসঙ্গে মুখের স্বাদও চলে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে, dysgeusia । তারা আরও জানাচ্ছেন, ষাটোর্ধ্ব যাদের বয়স, ইমিউনিটি দুর্বল, ফুসফুস বা হার্টের অসুখ রয়েছে, যারা অতিরিক্ত মোটা বিএমআই ৪০ এর ওপর, অটোইমিউন ডিজঅর্ডার রয়েছে, দেখা যাচ্ছে তাদের মধ্যে এই ভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেশি।
আমেরিকান অ্যাকাডেমি অব অফথ্যালমোলজির গবেষকরা সম্প্রতি আর একটি পরীক্ষা করে জানিয়েছেন, হাঁচি-কাশি ছাড়াও বডি-ফ্লুইড থেকে করোনার সংক্রমণ ছড়ালেও, আক্রান্তের চোখের পানি থেকে ভাইরাস ছাড়ানোর আশঙ্কা নেই। ২০ দিন ধরে নানা সময়ে আক্রান্তদের চোখের পানি নিয়ে, পরীক্ষা চালিয়ে তাতে ভাইরাস খুঁজে পাননি গবেষকরা।
তথ্যসূত্র- ইন্টারনেটে প্রকাশিত প্রতিবেদন। বাংলায় অনুবাদ ক্রমে। চট্টবাংলা’র পাঠক,দর্শক ও শ্রোতাদের জন্য তুলে ধরা হল। উল্লেখ্য, প্রতিবেদনের সত্যতার জন্য মূল প্রতিবেদনটিও উপস্থাপন কর হল।
—————————
The eyes are my mirror. Not many words in the mouth tell the eyes. Eye catching diseases, many ancient traditions. Many diseases, such as jaundice and typhoid, can be attributed to eye color.
Although the World Health Organization (WHO) guideline for coronavirus symptoms has many symptoms, there is no mention of corona-eye changes.
Observations of doctors, health workers and researchers in charge of treating coronavirus sufferers say, when the virus is transmitted to the body, it gradually changes the color of the eyes. Even with these changes, the coronary tract can be identified. Seeing this change in the eyes of many, Coroner was sent to investigate. In each case, the report is positive. Shortly after that, doctors and researchers are talking about blood tests.
The eyes are red in color. The question naturally arises, though the eyes are cold and red. Conjunctivitis also occurs in infections. If so, what can be done to distinguish a coronary infection? In the case of jaundice, typhoid or other diseases, the color of the white part of the eye changes. In the case of coronavirus, the outside of the eyes become red around the eyes.
In the words of doctor-researchers, when looking into the patient’s eyes, it seems that eyeshadow is fitted. While examining Corona sufferers in the United States, a nurse first observes. He is referred to as an eye allergy. Later, the same symptoms can be seen in other coronary sufferers. If anybody noticed such changes afterwards, the coroner was sending them to isolation before being tested.
Experts say the coronavirus can attack the patient in various ways. The type of infection does not match with one another. However, they have found similarities in changing these colors outside the eyes.
The Centers for Disease Control and Prevention (CDC) report that the common symptoms of coronavirus are cough, fever and shortness of breath. Feeling the pressure in the chest gradually. Chest pain. Feeling blue on the lips. The WHO has never talked about this change of eyes before. Researchers at the American Academy of Ophthalmology say the eyes may be red like conjunctivitis or allergies.
Another change has been made in Corona, on the website of the Neck-Head Surgery Department of the American Academy of Otolaryngology. Researchers say that the coronary infection causes an ovarian cavity (anosmia).
The taste of the face goes away as well. In medical science terminology, dysgeusia. They also report that sixty-four people who have age, immunization, lung or heart disease, who have an overweight BMI3, an autoimmune disorder, are more likely to be infected with the virus.
Researchers at the American Academy of Ophthalmology recently conducted another experiment, saying that even though coughing and coughing can spread coronary infections from the body-fluid, there is no possibility of the virus being infected with the tears of the infected. Researchers did not find the virus in their eyes for 20 days at different times, conducting tests.