নিজস্ব প্রতিবেদক
সুন্দর সমাজ গড়ার প্রত্যাশায় ৮ বছরে সাইদাইর নব মুকুলিত একতা সংঘ।পটিয়ার সাইদাইর নব মুকুলিত একতা সংঘের ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আজ সাইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে প্রায় ৩০০ শত ফলজ ও বনজ চারা বিতরণ করেন। সাইদাইর নব মুকুলিত একতা সংঘের সভাপতি সাইফুল ইসলাম আসিফ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন জিসান এর সঞ্চালনায়।প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাইদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিনা আকতার। সংগঠনের সহ – সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাকিব সাংগঠনিক সম্পাদক আবিদুল হাসানাত তানিম অথ সম্পাদক জিসান ক্রীড়া সম্পাদক ফরহাদুল ইসলাম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আশফাক ইপতি দপ্তর সম্পাদক আনিচ ও রাকিব, অভি, বিজয়, তাইমুল, তারেক, সোহান, মানিক, শহিদ, শুভ, ইয়াছিন হোসেন আসিফ, সাঈদ, ওয়াহিদ প্রমুখ।