মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / Uncategorized / প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

বিএসপির উদ্যোগে চট্টগ্রামে কমিটি গঠনের উদ্দেশ্যে  মতবিনিময় সভা” শিরোনামে চট্টবাংলা তে গত ৫ জুন ২০২৩ এক সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের  প্রতিবাদে পার্টির প্রতিষ্ঠাতা  সভাপতি সুশান্ত চন্দ বর্মন (শান্ত) চট্টবাংলা বরাবরে এক প্রতিবাদ লিপিতে তিনি জানান –

বাংলাদেশ সনাতন পার্টির নেতা হিসাবে পরিচয়দানকারী বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুমন কুমার রায় ও বহিষ্কৃত সহ-সভাপতি আশীষ চন্দ্র দাস নামীয় ব্যাক্তির নাম ও বিরতি প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ ভ্রমাত্মক ও বিভ্রান্তিমূলক। প্রকৃত পক্ষে সুমন কুমার রায় ও আশীষ চন্দ্র দাস নামের কোন ব্যাক্তি বাংলাদেশ সনাতন পার্টির কোন পর্যায়ের সদস্য- ই নয়। তাই বাংলাদেশ সনাতন পার্টি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সনাতন পার্টির গঠনতন্ত্র অমান্য করে পার্টির সুনাম কাজে লাগিয়ে নানা বিধ অপকর্ম ও পার্টির আচরণ বিধি লংঘনের কারণে বিধিমোতাবেক পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে গত ৫/১/২০২৩ ইং তারিখে উক্ত সুমন কুমার রায়কে বহিষ্কার করা হয় এবং সহ সভাপতি আশীষ চন্দ্র দাসকে ৫/০২/২০২৩ইং তারিখে বহিষ্কার করা হয় ।উক্ত বহিষ্কারের বিষয়ে  পার্টির অফিসিয়াল ওয়েবসাইট, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সহ ৬/১/২০২৩ ইং তারিখে সংবাদ সম্মেলন করে পার্টির নেতা-কর্মী ও দেশবাসীকে জানিয়ে দেয়া হয়। আপনি নিশ্চয় অবগত আছেন যে, বাংলাদেশ সনাতন পার্টি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) এর নেতৃত্বে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড

পরিচালনা করে আসছে। বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনে উক্ত রাজনৈতিক দলটির নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে কিন্তু উক্ত কুচক্রি ব্যক্তিবর্গ নিবন্ধন বানচাল করার জন্য এসব কর্মকান্ড চালিয়ে আসছে।

যারা আমাদের পার্টির সুনাম নষ্ট করার জন্য মিথ্যা সংবাদ প্রচার সহ নানান অপকর্মে লিপ্ত তাদের সাথে আমাদের পার্টির কোন সম্পর্ক নেই। অতএব, তাদের থেকে সকলকেই  সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

পক্ষে-
সুশান্ত চন্দ বৰ্মন (শান্ত)
বাংলাদেশ সনাতন পার্টি
(প্রতিষ্ঠাতা ও সভাপতি)

এটি পড়ে দেখতে পারেন

সানোয়ারা উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সেমিনার সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক গত ১৯ জুলাই বুধবার সকাল দশটায় যুব সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষে যুব …