দুর্জয় বড়ুয়া শান্ত (দীঘিনালা প্রতিনিধি)
শ্রী জগন্নাথ-সুভদ্রা ও বলভদ্র দেবকে চড়িয়ে, রথের রশি টেনে খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলায় অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব। ৮ দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের শুভ উদ্বোধন উপলক্ষে গত ২০ জুন বুধবার বিকালে জামতলী জগন্নাথ মন্দির থেকে দীঘিনালা উপজেলা বোয়ালখালী বাজার হয়ে প্রধান প্রধান সড়কে এক মাঙ্গলিক শোভাযাত্রা বোয়ালখালী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এ সময় বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শোভা যাত্রার মধ্য দিয়ে খাগড়াছড়িতে রথযাত্রা শুরু করেছি। সকল ঘৃর্ণ সাম্প্রদায়িকতা কে রুখতে এই রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মহামিলনে শান্তির সুভাষ ছড়াতে চাই আমরা।
এসময়, ঢোলের বাজনার সঙ্গে শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলা র পৌরাণিক বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয় উৎসবে।