
মো ইয়াছিন আকাশ (পটিয়া প্রতিনিধি)
চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে সহ মোট ৩ জন নিহত ও একজন আহত অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে ডাকপাড়া এলাকার পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে ছেলেও একমাত্র মেয়েকে নিয়ে পটিয়া উপজেলা জিরির শ্বশুরবাড়ি থেকে সিএনজি ট্যাক্সি নিয়ে আনোয়ারা বারশত ইউনিয়নের বাপের বাড়ি যাচ্ছিলেন কোহিনুর আক্তার (৪৩)।কিন্তু মা জুলেখা বেগমের দেখা আর পেলেন কই। বাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষে কোহিনুর আক্তার ঘটনাস্থলে মারা যান।তার দুই ছেলে মিরাজ(২৩) ও মানিক(১৭)চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনায় গুরুতর আহত হয়ে কোনমতে বেঁচে আছেন কোহিনুরের শিশু কন্যা সুমাইয়া (১০)।