
পটিয়া প্রতিনিধি : মোঃ ইয়াছিন আকাশ
২০১৯ সালে জুলাইয়ে পটিয়ার কিছু বৃক্ষ প্রেমীদের নিয়ে “পটিয়া বাগান পরিবার” নামে একটি ফেসবুক গ্রুপের যাত্রা শুরু হয়। সেই গ্রুপে বৃক্ষপ্রেমীরা যুক্ত হয়ে প্রত্যেক ঋতুতে বিভিন্ন উৎসবের নামে ফ্রি তে বৃক্ষ আদান প্রদান করেন। যাদের বাগানে অতিরিক্ত গাছ, চারা, কাটিং হয় তারা অন্যদের বিশেষ করে যারা নতুন বাগান করতে ইচ্ছুক তাদের দিয়ে থাকেন। এভাবে পটিয়ার ছাদে ছাদে, বেলকনিতে, উঠানে, বাড়ির আশপাশে বাগান গড়ে উঠছে।
তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনের নাম “সবুজ প্রাণের মেলা”। শনিবার বিকেল ৩ টায় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠের গ্যালারীতে বাগানীদের মেলা বসে। এতে প্রায় ২০০+ বাগানী অংশ গ্রহণ করে! পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশসহ চট্টগ্রাম শহর থেকেও অনেক বাগানী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বৃক্ষআদান প্রদান করেন।
সবাই নিজেদের বাগানের অতিরিক্ত গাছ, চারা, কাটিং নিয়ে এসেছে যারা পেরেছে। যাতে করে নতুন বাগানীরা এই বর্ষাতেই একটা সুন্দর বাগান গড়ে তুলতে পারে!
নতুন বাগানীদের জন্য বাগান পরিবারের সদস্যদের পাশাপাশি এবার ১০০টি গাছ উপহার দিয়েছেন আল-আকসা স্টীল এন্ড ফার্নিচার এর প্রোপাইটর মামুনুর রশীদ। দীর্ঘদিন যাবত নতুন বাগানীদের বিভিন্ন
পরামর্শ দিয়ে সহযোগিতা করায় নুরুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করেন।
পটিয়া বাগান পরিবারের এডমিন মো. সরওয়ার হোসেন বলেন অন্যান্যবারের মত পটিয়া বাগান পরিবারের এবারের আয়োজনেরও মূল লক্ষ্য ছিলো বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করা আর তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা। এছাড়াও সামনের বর্ষায় যাতে নতুন বাগানীরা একটি সুন্দর বাগান গড়ে তুলতে পারে সেজন্য বেশি বেশি বীজ, চারা, গাছ, কাটিং নিয়ে এসেছে বাগানীরা।
এই সবুজ প্রেম ছড়িয়ে দেয়ার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন স্কুল কলেজ, রাস্তাঘাট এবং পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ অভিযানের পরিকল্পনা রয়েছে বলেএ জানান।