রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / দুধে ওজন কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা

দুধে ওজন কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা

মো: ইয়াছিন আকাশ (পটিয়া প্রতিনিধি)

দুধে ওজন কম দেয়ায় এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গত রবিবার ২১ মে সকালে দক্ষিণ চট্টগ্রামের পৌর এলাকার পটিয়াস্থ ৩ নং ওয়ার্ড তালতলা চৌকি এলাকায় মেসার্স মনোয়ারা ট্রেডিংকে এই জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পটিয়া সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম রাকিব।দুধে ওজন কম দেয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ধারা অনুযায়ী মেসার্স মনোয়ারা ট্রেডিং কে দুধ এ ওজন এ কম দেওয়ায় ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

 

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …