দুর্জয় বড়ুয়া শান্ত ( খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। মহামানব বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ লাভের এি- স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বিহার গুলোতে বুদ্ধ পূজা, বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান বুদ্ধ ভিক্ষুদের পিন্ড দান এর আয়োজন করা হয়।
(৪ মে) রোজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুড়ে আবার বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়াও শুভ বুদ্ধ পূণির্মা খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ মহাসংঘ দান, হাজার প্রদীপ দান,অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিন্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন , ধর্ম দেশনা ও বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়।