শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / পার্বত্য চট্টগ্রাম / খাগড়াছড়িতে নিহত যুবকের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে নিহত যুবকের লাশ উদ্ধার

 

দুর্জয় বড়ুয়া শান্ত (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা জামতলীর সুধীর মেম্বার পাড়া এলাকা থেকে রাহুল কর্মকার নামে এক যুবকের লাশ উদ্ধার করেন পুলিশ।

স্থানীয়দের ধারণা গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে। নিহত রাহুল কর্মকার স্থানীয় মৃত তপন কর্মকারের ছেলে। নিহতের  মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে  বলেও জানান স্থানীয়রা।গত ৫ মে রোজ বুধবার সকাল ৬ টায় দিকে পাকা সড়কের পাশ থেকে নিহত রাহুলের এর লাশ উদ্ধার করেন দীঘিনালা থানা পুলিশ।  এ-সময় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এটি পড়ে দেখতে পারেন

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত

  দুর্জয় বড়ুয়া শান্ত ( প্রতিনিধ) জেলা পুলিশের উদ্যোগে খাগড়াছড়ি জেলার সকল উপজেলায় সপ্তাহব্যাপী অমর …