অভি পাল(প্রতিনিধি)
টাকা নাই, ডাক্তার দেখাতে পারচ্ছেন না, সেই দিন শেষ, অসহায়, হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে ফ্রি চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক চিকিৎসক ডাঃ নাজমা আকতার।
এই উপলক্ষে গত ৫ মে নগরীর চান্দগাঁও পাঠানিয়াগোদা সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ গেইটের সামনে “মিলেনিয়াম মেডিকো” তে চেম্বার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুদ্দীন আহমেদ রবি, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ সাইফুল করিম চেীধুরী,আওয়মীলীগ নেতা কফিলউদ্দীন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য মো: আলাউদ্দীন চেীধুরী মোর্শেদ,চসিক ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সরওয়ার উদ্দীন,বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি(বাপউস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, সাংবাদিক গেীতম চক্রবর্তী,ব্যাবসায়ী নাজিম উদ্দীন চেীধুরী বকুল, রাশেদুল আলম,মিলেনিয়াম মেডিকোর সত্বাধিকারী রাজু বড়ুয়া প্রমুখ।
দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুদ্দীন আহমেদ ডাঃ নাজমা আকতারের এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগতম জানিয়ে বলেন, ডাঃ নাজমার এই মানবিক কার্যক্রমের ফলে এলাকার অসহায়, হতদরিদ্ররা চিকিৎসা খাতে আর্থিক কারনে যে ধরনের সমস্যার সম্মুখীন হত তা এখন আর হবে না। খুব সহজে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা অনেকটা ফ্রী তে চিকিৎসা সেবা নিতে পারবে।
ডাঃ নাজমা আকতার হচ্ছেন এইচ. মেডিকেল অফিসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
এমবিবিএস (বিবিএমএইচ) পিজিটি (মেডিসিন) (সিএমসিএইচ) মেডিসিন, ডায়াবেটিস, প্রেসার, মা ও শিশু, বাত-ব্যাথা, চর্ম ও এলার্জি রোগ বিশেষজ্ঞ।
ডা. নাজমা আকতার এর পক্ষে মিলেনিয়াম মেডিকোর সত্বাধিকারী রাজু বড়ুয়া জানান যে, প্রতি শুক্র,শনি,সোম ও বুধবার বিকাল ৫.০০ টা–৯.০০টা পর্যন্ত ডা. নাজমা আকতার নিয়মিত রোগী দেখবেন ও গরীব অসহায় কুরআনে হাফেজ ও মসজিদের ইমামদের জন্য সবসময় চিকিৎসা ফি ছাড় রাখা হবে।