অভি পাল (প্রতিনিধি)
মোটর পার্টস গোডাউনের লোহার দরজা কেটে গোডাউনে প্রবেশ করে মোটর পার্টস চুরির ঘটনার মূল হোতা ০৪ জন গ্রেফতার এবং চুরি হওয়া মোটর পার্টসের মোটর পাটর্সের মালামাল উদ্ধার করেন বন্দর থানা পুলিশ।
বুধবার (৩ মে) বন্দর ও ডবলমুরিং থানা এলাকায় লাগাতার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, চোরাইকৃত মোটর বাইকের যন্ত্রাংশের আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা।
বন্দর থানার অফিসার ইনচার্জ সনজয় কুমার সিনহা বলেন উক্ত ঘটনায় মামলা রুজুর পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফয়সাল সরোয়ার, এএসআই আবু সাঈদ চৌধুরীও এএসআই গোলাম মওলা ও ফোর্স সহ অভিযান পরিচালনাকরে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অভিযুক্ত গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৪ মে) দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৩০), ওমর ফারুক (২৬), আনোয়ার হোসেন (৪০) ও আব্দুর রহমান (২৮)