অভি পাল,প্রতিনিধি
বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নস্থ ক্রীড়া ও সামাজিক সংগঠন “বন্ধন ক্লাব”এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এইবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গত শুক্রবার অর্ধশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, , আলু, পেঁয়াজ, , চিনি, খেজুর।
বন্ধন ক্লাবের সদস্যরা বলেন,
আমরা সবাই যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসি তাহলেই একদিন ক্ষুধা ও দারিদ্রমুক্ত শান্তিময় এক মানবিক বাংলাদেশ সু-প্রতিষ্ঠিত হবে।তাই
সামর্থ্যবানদের উচিত অসহায়- গরিবদের পাশে দাঁড়ানো। সাধ্যমতো তাদের সহযোগিতা করা, ইফতার ও সেহরিতে ভালো কিছু খাওয়ার সুযোগ করে দেওয়া।