শনিবার , ডিসেম্বর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ইচ্ছে শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ

ইচ্ছে শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ

অভি পাল,প্রতিনিধি
প্রতি বছরের মত গরীব, অসহায়, পথচারি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন সমাজিক সংগঠন “ইচ্ছে শক্তি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিউল ইসলাম আরিফ।

গত শনিবার বালুচরা টাইগার রোড এলাকায় ১০০ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মোহাম্মদ রবিউল ইসলাম আরিফ বলেন,
মানুষ হয়ে জন্মেছি মানুষের উপকারে আসার জন্য তাই আমাদের এই উদ্যোগটি নিয়েছি।মানুষকে খাওয়ানোর পর যে একটা শান্তি আমি উপলব্ধি করি অন্য কিছুতে ও রকম শান্তি পাওয়া যায় না। মানুষের কল্যাণে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই দুনিয়া থেকে মানুষের অভাব কমে যাবে। প্রত্যেকটা মানুষের সুখ-দুঃখে আমাদের এগিয়ে আসা উচিত।

ইফতার বিতরণে সহযোগিছতায় ছিলেন, মোহাম্মদ রাজু,মহন, ইমন,দুরন্ত, তানভীর, নয়ন,প্রমুখ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …