অভি পাল (প্রতিনিধি)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সময় উপযোগী চিন্তা চেতনায় বাংলাদেশের প্রতিটি সেক্টরে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। অবকাঠামো উন্নয়নসহ ব্যবসায়ীদের দাবিতে ইকোনমিক জোন সহ বিদ্যুৎ, গ্যাস, পানি নিরবিচ্ছিন্ন সেবা অব্যাহত থাকায় বাংলাদেশ ব্যবসাবান্ধব দেশ হিসেবে বহিবিশ্বেও সুনাম অর্জন করেছে। ইতিমধ্যে অনেক দেশ বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদনও করেছে।
গত ১৪ ই ফেব্রুয়ারি কাজির দেউড়ী সিডিএ মার্কেটস্থ মিঠাই এর শো-রুম উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের মাননীয় সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, শপ ওনার শেখ নাছির আহমেদ, শেখ বশির আহমেদ, শেখ মনছুর আহমেদ, মিঠাই এর অপারেশন ম্যানেজার লিমন চৌধুরী, টিএসএম মো: ইমরান হোসাইন, টিএসএম মো: সোলায়মান। এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ হারুন অর রশিদ, যুবনেতা শওকত উল্লাহ সোহেল, দেলোয়ার হোসেন দেলু, কফিল উদ্দিন, জয়নাল আবেদীন টিপু, মো: রুবেল, মো: রকি, ফরহাদ চৌধুরী, ফয়সাল রানা, মো: রিদুওয়ান সহ নেতৃবৃন্দ।