অভি পাল (প্রতিনিধি)
চট্টগ্রামের পটিয়া উপজেলাস্থ দক্ষিণ ভূর্ষি গ্রামে শিব চতুর্দশী উপলক্ষে দুই শত বছরের অধিক ঐতিহ্যবাহী পুরনো শিব মন্দিরে ২ দিনব্যাপী শিব চতুর্দশী উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
শৈব সংঘের উদ্যোগে গত রবিবার শিব পূজা উপলক্ষে ২ দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। ২ শত পঞ্চাশ বছরের পুরোনো এই মন্দিরে দূর দুরান্ত থেকে আগত ব্রতী ভক্তরা তাদের মনস্কামনা নিয়ে উপস্থিত হন।দেবাদিদেব মহাদেবের পূজা শেষে ডাবের জল, দুধ ও বেলপাতা দিয়ে শিব লিঙ্গ স্নান করিয়ে প্রার্থণা করেন আগত উপবাসী ভক্তরা।
সার্বজনীন শিব চতুর্দশী মহাব্রত উৎসব পরিচালনা কমিটির সভাপতি যীশু চৌধুরী এবং সাধারণ সম্পাদক অমি দাশ বলেন, মন্দিরটি ২ শত বছরের অধিক পুরোনো মন্দির। লোকমুখে শোনা যায় এই মন্দির জুড়ে রয়েছে অনেক মহিমা। মন্দিরের সামনে রয়েছে এক বিশাল বটবৃক্ষ। শিববাড়ী সংলগ্ন চৌধুরী পাড়ার এক ব্যক্তি স্বপ্নে প্রাপ্ত হন যে বট বৃক্ষের নিচে প্রতিষ্ঠিত আছেন মা জাগ্রত ভবানী। তারই সুত্র ধরে বট বৃক্ষের নিচে প্রতিষ্ঠা করা হয় মা ভবানীর সেবাখোলা। ঠাকুরের অসীম লীলা তিনি স্বয়ং অবস্থান করছেন এই জাগ্রত শিব মন্দিরে। শিব ঠাকুরের পূজার মাধ্যমে পূরণ হতো ভক্তদের মনোবাসনা। প্রতিবছর এখানে বিভিন্ন স্থান থেকে ভক্তরা পূজা-অর্চনা করতে আসেন। সনাতন ধর্মের ভক্তরা শিব চতুর্দশীর পূণ্য তিথিতে এখানে পূজা-অর্চনার মাধ্যমে দেবাদি দেব মহাদেবের কৃপা লাভের জন্য ছুটে আসেন। পাশাপাশি অত্র শিব মন্দির নিমার্ণে সবার সহযোগীতা একান্তভাবে কামনা করেন।