শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বাঁশখালী রায়ছটা গ্রামে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন নিষ্ঠা ফাউন্ডেশন

বাঁশখালী রায়ছটা গ্রামে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন নিষ্ঠা ফাউন্ডেশন

অভি পাল (প্রতিনিধি)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়ছটা গ্রামে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন নিষ্ঠা ফাউন্ডেশন।গত রবিবার শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহসূফি আব্দুল জব্বার মা.জি.আ.।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জসিম হায়দার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার কবি,মাষ্টারআব্দুলমান্নান,আবদুররশিদ,মন্জুরআলম,আকতার হোসেন,রিদুয়ানুল হক,তাইজুল ইসলাম,মাওলানা ফরিদ,মাওলানা মিজানুর রহমান,হাফেজ মাওলানা আবদুল হামিদ,মনিরুল হোছাইন,নেছার চৌধুরী,মুহাম্মদ কাইয়ুম,আজিম উদ্দিন,মোনএম তালুকদার,
হাফেজ আক্কাস,মাওলানা জাকের আহমদ,মাওলানা নেওয়াজ শরিফ,মুহাম্মদ কাইছার,মিজানুর রহমান,
রিদুয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর নূর হোসেন বলেন,এ সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্নভাবে হতদরিদ্র ও গরীব মানুষদের সহযোগিতার ধারাবাহিকতায় আজকেও রায়ছটা-খুপিয়া তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ নূরানী ইবতেদায়ী মাদরাসার হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …