অভি পাল (প্রতিনিধি)
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতিবারের ন্যায় এবারো হতদরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশন।
গত ২৪ জানুয়ারি নগরীর বাকলিয়া ডিসি রোড এলাকার হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব লায়ন আবদুল গাফ্ফার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমি সারা বছরই অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করার চেষ্টা করে আসছি। অসহায় পরিবারকে সহায়তা করতে পারলে খুব ভালো লাগে। এজন্য সবসময় মানুষের পাশে ছুটে আসি। তাদের মুখের হাসি ফুটলে আমি আনন্দ পাই । সহযোগিতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির নেওয়াজ খান, মোঃ ফোরকান হোসেন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ ওমর চৌধুরী, আবদুল হালিম,এস,এম,ফারুক, আব্দুল আজিজ প্রমুখ।