অনুপম বড়ুয়া পারু ( প্রতিনিধি)
গতকাল শুক্রবার পটিয়ার গৈড়লা এ্যাটাক দিবস উপলক্ষে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর বেলা ১১টায় ন্যাপ- কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী কমান্ডার কমরেড শাহ আলমের ( তিনি বর্তমানে সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি)নেতৃত্বে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হোন।খবর পেল পাক বাহিনীরা গৈড়লার টেক অতিক্রম করবে।গেরিলারা খবর পেয়ে প্রস্তুতি নিয়ে ওৎ পেতে থাকে।পাকবাহিনীরা গৈড়লার টেকে পৌঁছার সাথে সাথেই আক্রমণ শুরু করে।সেই যুদ্ধে পাকবাহিনী ও দোসররাসহ প্রায় ১৪ জনের মৃত্যু হয়।১০০ জন মত আহত হয়।
সেখানেই পাকবাহিনীরা আত্মসমর্পণ করে।গেরিলা বাহিনীর অন্যান্য সদস্যরা হলেন উদয়ন নাগ,ফজল আহমেদ,রাঙ্গুনিয়ার মোহাম্মদ ইউসুফ,শামসুজ্জামান হীরা,আনোয়ার হোসেন,সুজিত কুমার বড়ুয়া,সুনীল চক্রবর্তী, শেখর দস্তিদার, তপন দস্তিদার, প্রিয়তোষ বড়ুয়া সহ আরো অনেকে।
আজ সেখানে গেরিলা বাহিনীর সকল সদস্য,কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা কমরেড শাহ আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন।উদয়ন নাগের সভাপতিত্বে কমান্ডার শাহ ও উদয়ন নাগকে পুষ্পমাল্য দিয়ে বরণ করেন।বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি তৎকালিন কমান্ডার কমরেড শাহ আলম,কৃষক সমিতির সভাপতি কমরেড আবদুল নবী,সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সা সম্পাদক কমরেড শওকত আলী,সহ সম্পাদক কমরেড সেহাব উদ্দীন সাইফু, কমরেড সুকুমার দত্ত,কমরেড শ্যামল দে,সিপিবি পটিয়ার সভাপতি অলক দাশ,যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক কমরেড অনুপম বড়ুয়া পারু সহ অনেকে।সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা কমরেড ফজল আহমেদ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় কমরেড শাহ আলম বলেন,- এরশাদের পর থেকে ৩২ বছরের মধ্যে ২৫ বছর ধরে কি খেলা দেখাবেন তা জনগণ জেনে গেছে।আপনারা দুইদল ক্ষমতায় থাকা আর যাওয়ার জন্য খেলা খেলেন তা জনগণ ২৫ বছর ধরে জানছেন।আপনাদের কোন খেলায় জনগণ আর থাকবেনা।আপনাদের দুই দলের অর্থনীতি এক।আপনাদের অর্থনীতি দিয়ে নিজেরাই ফুলে ফেঁপে বড়লোক হোন।জনগণ কিছুই পায়না।অন্য বক্তারা বলেন, -বর্তমান সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিলেও তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনা।ক্ষমতায় গিয়েও তারা ৭৫ পরবর্তী ধারায় দেশ পরিচালনা করেছে।বিএনপি আর আওয়ামী লীগের মুখে একই বিষ।তাই বক্তারা বলেন বাম কমিউনিস্টদের হাতে দেশের ভার দিলে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশ চলবে।কমিউনিস্টদের পতাকাতলে দেশবাসীকে আসার জন্য আহবান জানান।