শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে – জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে – জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ

অভি পাল (প্রতিনিধি)

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।বিজয়ের মাসে যে অপশক্তিটি জেগে উঠেছে তাদের মোকাবেলা করার জন্য শ্রমিক শ্রেণি রাজপথে আছে এবং থাকবে। দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা বিশেষ করে তেল, গ্যাস, গার্মেন্টস সেক্টরসহ স্পর্শকাতর প্রতিটি সেক্টরে অপশক্তি যাতে কোন ধরণের নাশকতা সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে সিবিএ নন সিবিএসহ সকল শ্রমিককর্মচারীদের সজাগ থাকার আহ্বান জানান।

জনগণের জানমাল রক্ষায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকালে নগরীর কোতোয়ালী মোড়ে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে জনসংহতিমূলক অবস্থান কর্মসূচী অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রমিক নেতা আবুল হোসেন আবু।

শ্রমিক লীগ নেতা সাবের আহমদ এর সভাপতিত্বে ও সমীরুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন জামাল উদ্দীন লিটন, মোঃ জাফর, নাসির উদ্দীন, আব্দুল লতিফ, নুরুল ইসলাম, মোঃ ইব্রাহিম, মিজানুর রহমান, মোঃ সোহেল, আলী হোসেন, মোঃ মোস্তফা, মোঃ আলমগীর, মোঃ রুবেল, মোঃ আজম প্রমূখ শ্রমিক নেতৃবৃন্দ

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …