মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম সিটি গেইট চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম সিটি গেইট চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে

অভি পাল (প্রতিনিধি)
গণতন্ত্র ও উন্নয়নবিরোধী ষড়যন্ত্রকারী স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য রুখতে আমরা রাজপথে আছি।জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং সড়কে নৈরাজ্য প্রতিরোধে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত।

আজ বিকেলে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সিটি গেইট চত্ত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মনোয়ার উল আলম নোবেল এসব কথা বলেন।

তিনি আরো বলেন বীর চট্টলার মাটিতে কোন নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রবেশ করতে দেয়া হবে না।সমাবেশের নামে কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা বা অতীতের মতো অগ্নিসন্ত্রাসের পথে গেলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই সকল অপশক্তিকে মোকাবিলা করা হবে।

এসময় অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাহাড়তলী থানা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সেকান্দর সেকু, সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু,৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লুভন,
১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক,যুবলীগ নেতা আবু তৈয়ব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দিন বুলু, সাধারণ সম্পাদক মোঃইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আরিফ মুহাম্মদ হারুনী, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা মানিক শাহাদাত,এনামুল হক আজিম, আরিফ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর,ইমরান ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা মামুন,রাশেদ, মোঃ বাবু,১১নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহাদাত হোসেন, ১০নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম প্রান্ত, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, উপ ক্রীড়া সম্পাদক মোঃইমতিয়াজ উদ্দিন আকিল, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা আরমান সাব্বির, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ শংকর, ইমাম হোসেন মুন্না,১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অয়ন আচার্য, পিয়াল দত্ত,১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবিব রবি, ইরফান, আশিক, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সহ প্রমুখ।

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম নোবেলের নেতৃত্বে যুবলীগের এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর এ কে খান মোড থেকে সিটি গেইট সড়ক প্রদক্ষিণ করে৷

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …