সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / Uncategorized / ইয়াবা ট্যাবলেটসহ আসামী গ্রেফতার করেন চান্দগাঁও থানা পুলিশ

ইয়াবা ট্যাবলেটসহ আসামী গ্রেফতার করেন চান্দগাঁও থানা পুলিশ

অভি পাল,প্রতিনিধি
গত সোমবার চান্দগাঁও থানাধীন কালুরঘাট মোহরা বাস স্ট্যান্ডস্থ বে-সিটি ইলেকট্রিক এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে একহাজার পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার করেন চান্দগাঁও থানা পুলিশ।

আসামী আকতার ফারুক (২২), পিতা-আমির হোছন, মাতা-ছুহরা খাতুন, সাং-শাহপরীরদ্বীপ, ডেইল পাড়া, তিন পোলের বাজারের পূর্ব পাশে, বাইট্টা জলিলের বাড়ী, ০৮নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার

চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মাঈনুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কালুরঘাট মোহরা বাস স্ট্যান্ডস্থ বে-সিটি ইলেকট্রিক এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামীকে গ্রেফতার করা হয় এবং , ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) রুজু করা হইয়াছে।

তিনি আর ও বলেন আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়ে চট্টগ্রাম মহানগর এলাকায় সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছে।

এটি পড়ে দেখতে পারেন

সানোয়ারা উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সেমিনার সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক গত ১৯ জুলাই বুধবার সকাল দশটায় যুব সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষে যুব …