বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
শিরোনাম
Home / চট্টগ্রাম / চান্দগাঁও পুলিশের হাতে দুইজন ছিনতাইকারী গ্রেফতার

চান্দগাঁও পুলিশের হাতে দুইজন ছিনতাইকারী গ্রেফতার

অভি পাল,প্রতিনিধি
ছিনতাইকারী ছোরার ভয় দেখিয়ে ছিনতাই করাকালীন,১ টি স্টিলের ছোরা সহ ০২ জন ছিনতাইকারী গ্রেফতার করেন চান্দগাঁও থানা পুলিশ।

গত মঙ্গলবার (১০ অক্টোবর )দুপুর ১২.৩০ টায় চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিএফআইডিসি রোড সংলগ্ন ক্লিপটন কীট ফ্যাশন এর সামনে পাকা রাস্তায় হইতে আসামীদের গ্রেপ্তার করা হয়।

আসামী ১। মোঃ সুজন (১৯), পিতা-মোঃ জামাল, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, বর্তমান-কবির টাওয়ারের পিছনে, জাহাঙ্গীর কলোনী, ৫নং ওয়ার্ড, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ তাইজুল ইসলাম (১৯), পিতা-মোঃ বেলাল হোসেন, থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি, বর্তমানে-গোলাপের দোকান, হাজির বিল্ডিং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।

চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মাঈনুর রহমান বলেন, দুই জন আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-০৪, ধারা-১৮৬০ সালরে পনোল কোড আইনে ৩৯৩ রুজু করা হইয়াছে।

প্রাথমিক তদন্তে আরো জানা যায়, ধৃত আসামীগণ পরস্পর একে অপরের পরিচিত এবং তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা হইতে একত্রিত হইয়া চান্দগাঁও থানা এলাকা সহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় ছিনতাই করে থাকে।

এটি পড়ে দেখতে পারেন

সাংবাদিকের প্রশ্নে চড়াও চট্টগ্রাম ১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর 

  চট্টবাংলা ডেক্স   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন …