সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / সিটি মেয়রের বিরুদ্ধে কটুক্তি পুণ্য বক্তব্যের প্রতিবাদে চসিক শিক্ষক সমিতির সভা

সিটি মেয়রের বিরুদ্ধে কটুক্তি পুণ্য বক্তব্যের প্রতিবাদে চসিক শিক্ষক সমিতির সভা

 

জুনায়েদ হোসেন (প্রতিনিধি)

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে নিয়ে জনৈক নুরুল আবছারের কটুক্তি পুণ্য বক্তব্যের প্রতিবাদে বিকাল ৫টায় শহীদ নগর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে চসিক শিক্ষক সমিতি উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। চসিক শিক্ষক সমিতির সভাপতি, সরওয়ার জামানের সভাপতিত্বে সাধারন সম্পাদক, মাকসুদুল ইসলামের সঞ্চাচলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সুমন দত্ত, সহ সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরেফে জামী, অর্থ সম্পাদক নুরুল কবির,দপ্তর সম্পাদক বদিউল আলম,সহ সমাজ কল্যাণ সম্পাদক লিটন কুমার চৌধুরী সদস্য ফখরুদ্দিন কাজেমী, আবু সাইদ চৌধুরী, মো হানিফ প্রমুখ। সভায় নুরুল আবছারের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়এবং অতি দ্রুত তা প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, বর্তমান সভ্য সমাজে একজন বীরমুক্তিযোদ্ধা নগরপিতাকে নিয়ে এই ধরণের অসৌজন্যমূলক বক্তব্য আশা করা যায় না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন যেখানে শিক্ষা স্বাস্থ্যসহ বহুমুখী সেবা কার্যক্রম প্রদান করা হয়। এতে রয়েছে দশ হাজারের অধিক কর্মী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশনকে ২৬টি খাত থেকে কর আদায়ের ব্যবস্থা রেখে আইন প্রণয়ন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর সামর্থ বিবেচনায় অনেকগুলো খাত থেকে কর আদায় থেকে বিরত থাকে। তথাপি চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান মেয়র নগরবাসীর উপর কর এর বোঝা কমাতে অনেকগুলো প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে শতভাগ সরকারি অর্থায়নে অনুমোদন করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এতে একটি মহল ঈর্ষান্বীত হয়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সদ্য প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মাননীয় মেয়রকে হেয় প্রতিপন্ন করার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা সকল ধরনের ষড়যন্ত্র থেকে সজাগ থেকে নগরীর উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীকে আহ্বান জানান।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …