সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্ম দিবস উপলক্ষে কমার্স কলেজ ছাত্রলীগের আলোচনা সভা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্ম দিবস উপলক্ষে কমার্স কলেজ ছাত্রলীগের আলোচনা সভা

অভি পাল (প্রতিনিধি)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্ম দিবস উপলক্ষে ‘নিভৃতে উৎসর্গিত মহাজীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর আলোচনা সভা আয়োজিত।

গতকাল ৮ আগস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন মহীয়সী এই নারী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা, সর্বোপরি বাঙালির স্বাধীনতার লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী। জীবনের শেষমুহূর্ত পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে দেশ ও জাতির মঙ্গলাকাঙ্ক্ষায় নিজেকে উৎসর্গ করে প্রতিষ্ঠা করেছেন সংগ্রামমুখর জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিবস উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল এর সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক আরিফুল আলম আলভী এর সঞ্চালনায় ‘নিভৃতে উৎসর্গিত মহাজীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনায় সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মী ও বক্তারা সকলে বিনীত স্মরণে বঙ্গমাতার আত্মত্যাগ, সাহস, দৃঢ়তা ও অসীম প্রেরণার স্মৃতিচারণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলো, বিল্টু সেন, সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ, মিরাদুল আলম; প্রচার সম্পাদক ওসমান গনি, দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সোহাগ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিংকু চার্লস ফিনি, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহমুদুল ইসলাম সাব্বির, সহ সম্পাদক আবিদ ভুঁইয়া, রাকিবুল হাসান প্রমুখ।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …