
বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রাম’র ছাত্রী সমাবেশ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে হ্যালো চাত্রলীগ, চট্টগ্রাম’র উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা এম. মিয়াজী মাহফুজ আলম তোহার সভাপতিত্বে ও পুসরাত জাহান নছিফার সন্ঞালনায় নগরীর শেরশাহ কলোনীস্থ ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত ছাত্রী সমাবেশে কুরআন তেলওয়াত করেন তাহসিন আক্তার তানহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক এ.জি.এস তানভির হোসেন, বায়েজিদ বোস্তামী থানা যুবলীগ নেতা গোলাম রসুল সাদ্দাম, উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ যথাক্রমে আ.স.ম আব্দুল করিম, মোঃ নুরউল্লাহ তানভীর, গাজী বোরহান উদ্দিন, রাজীব তালুকদার, দিলরুবা ইয়াছমিন, আয়েশা আক্তার, খাইরুন্নেছা বেগম ও বিপাশা চৌধুরীসহ শিক্ষার্থীবৃন্দরা।