অভি পাল (প্রতিনিধি)
- তৃণমূল পর্যায়ে সাবলম্বী করার লক্ষ্যে বাঁশখালী উপজেলাস্থ বানীগ্রামে অসহায় হতদরিদ্র ১৬টি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণসহ, ১২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ১৩ টি পরিবারের মহিলাদের সেলাই মিশিনের প্রশিক্ষণের আয়োজন করেন কম্প্যাশন ইন্টারন্যাশানাল বাংলাদেশ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিন ধরে এলাকায় আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন কম্প্যাশন ইন্টারন্যাশানাল বাংলাদেশ। সরকারের পাশাপাশি,আজকে যে প্রতিষ্ঠানটি মানুষের দ্বারপ্রান্তে আত্মমানবতার সেবা দিয়ে যাচ্ছেন তাদের
এসব সেবামূলক কাজ করার জন্য ধন্যবাদ জানায়।
তিনি আরো বলেন, ছাগল লালন পালন করে
সাবলম্বী হয়ে সমাজে ভূমিকা রাখার আহ্বান জানান উপভোগকারীদের । দারিদ্র বিমোচনে এ প্রাণিগুলো বিক্রি বা জবাই না করার এবং যত্নসহকারে লালন পালন করার পরামর্শ দেন
আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ছোটন দে মোক্তার আহমদ, রিটা দে, সরোজ দে,মুক্তা দে,রিয়া দে, রুনু দে প্রমুখ।