শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ

যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ

অভি পাল (প্রতিনিধি)

শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে বৃক্ষরোপণ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুর ১ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ৪৩ নং (সাংগঠনিক) ওয়ার্ডের আওতাধীন হিলভিউ আবাসিক এলাকায় অবস্থিত হিলভিউ স্কুল প্রাঙ্গণের খালি জায়গায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় এম.আর আজিম বলেন আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে গাছ লাগাবেন। শুধু গাছ লাগালেই হবে না, গাছ যাতে টিকে থাকে সে জন্য যত্ন ও পরিচর্যা করবেন। আপনাদের লাগানো এই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে অথবা ঔষুধ দেবে। আপনারা নানা ভাবে উপকৃত হবেন। বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই।

বৃক্ষরোপন ও বিতরন কর্মসূচী পালন অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন পূর্বক স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ দলীয় নেতা-কর্মীদের মাঝে চারা বিতরন করা হয়।

এতে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …