অভি পাল (প্রতিনিধি)
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠন।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মতিক্রমে চিন্ময় ঘোষ কে সভাপতি এবং অভিজিৎ দাশ অভিকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১০১ জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এসময়, রিটন গুপ্ত -নির্বাহী সভাপতি, পূর্নতা চৌধুরী পূর্বা-
সিনিয়র সহ-সভাপতি, রীমাদাশ-সিনিয়র
সহসাধারণ সম্পাদক, সৌরভ বিশ্বাস -সাংগঠনিক সম্পাদক, অমিত চৌধুরী -সিনিঃ সহ সাংগঠনিক সম্পাদক, তুর্য চৌধুরী -দপ্তর সম্পাদক, রয়েল দাশ ধ্রুব -প্রচার সম্পাদক ও কৃষান কুমার রায়কে অর্থ সম্পাদক করা হয়।
এ বিষয়ে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,বাংলাদেশ হিন্দুছাত্র পরিষদ একটি
অরাজনৈতিক সংগঠন।অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যে এই সংগঠনের সৃষ্টি।
আশাকরি,নির্যাতিত,নিপীড়িত ও অধিকার বঞ্চিত সনাতনীদের সকল অধিকার আদায়ে আমরা সংঘবদ্ধভাবে কাজ করে এগিয়ে যাবো।দেশের
সকল সনাতনীদের প্রতি বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।