অভি পাল (প্রতিনিধি)
গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই ) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গাছবাড়িয়া সরকারি কলেজ চট্টগ্রাম জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে।পড়াশোনার পাশাপাশি তোমাদের শিল্পসাহিত্য সংস্কৃতি খেলাধুলাসহ অন্যান্য কর্মকান্ডও বাড়াতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাফাতুন নূর চৌধুরী এবং মোহাম্মদ আবিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া কলেজের অধ্যক্ষ ডক্টর সুব্রত বরণ বুড়ুয়া।তিনি নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব ও অভাব দূর করতে হবে।গাছবাড়িয়া কলেজে তোমাদের পড়াশোনার নতুন যাত্রা শুরু হলো। আমরা আশা করছি এখান থেকেই তোমরা পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে। তোমরা সেই লক্ষ্য মাথায় নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,ছাত্র-ছাত্রী প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।