
অভি পাল,প্রতিনিধি
প্রাথমিক স্কুলগুলোয় ইন্টারনেট সেবা শিক্ষা খাতে নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে এ সরকার বহুমুখী পদপে গ্রহন করেছে তার একটি হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন।
গতকাল রোববার উপজেলা অফিসার্স ক্লাবে বাঁশখালীর ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০২টি বিদ্যালয়ে ওয়াই ফাই সিস্টেমের মাধ্যমে ইন্টার নেট সংযোগ স্থাপনের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উন্মেল ফারাহ তাজকীরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, সহকারি শিক্ষা সৈয়দ আবু সুফিয়ান,প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ,শংকর প্রসাদ দাশ, জোবাইর জসীম, জিল্লুল করিম শরীফি, মো. হামিদ উল্লাহ, আকতার হোছাইন, মানিকুল আলম প্রমুখ।