সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / Uncategorized / একই ছাতার নিচে রাজ,পরীমণি,পিয়াসা ও মৌ

একই ছাতার নিচে রাজ,পরীমণি,পিয়াসা ও মৌ

  • http://একই ছাতার নিচে রাজ,পরীমণি,পিয়াসা ও মৌ

  • ট্টবাংলা #ডেস্ক রিপোর্ট #অপরাধ


    ঢাকাই সিনেমার হালের আলোচিত -সমালোচিত নায়িকা দীর্ঘ তিনঘণ্টার অভিযান শেষে ৪ আগষ্ট বুধবার ৭ টার দিকে র‍্যাবের হাতে আটক হয়েছে।পরীমণিকে আটকের পর রাজ মাল্টিমিডিয়ার কর্নধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে ও আটক করেছে র‌্যাব। ১ আগষ্ট দিবাগত রাতে আরেক আলোচিত-সমালোচিত মডেল পিয়াসা ও মৌ কে ও আটক করে আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হয়েছে।কারাগারে পাঠানোর পূর্বে তাদেরকে আদালতের নির্দেশে রিমান্ডে ও নেয়া হয়েছে।রিমাণ্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় র‍্যাব।

৪ আগষ্ট বুধবার বিকাল ৪ টার দিকে পরীমণির বনানীস্থ বাসা  হেডকোয়ার্টার এর নির্দেশে ঘিরে ফেলে র‍্যাব।বাসার গেইট খুলতে বললে পরীমণি গেইট ও দরজা খোলায় গড়িমসি করে।একপর্যায়ে র‍্যাব গেইটের তালা ভেঙে ঢুকে পড়লে ও বাসার দরজা খুলে দেয়নি পরীমণি। দরজা খুলে না দিয়ে সে ফেসবুক লাইভে এসে তার বাসায় বিভিন্ন চেহারার সাদা পোশাকে ডাকাত দল হানা দিতে চায় বলে উল্লেখ করে।লাইভে অংশগ্রহণের পাশাপাশি  সে ফোনে বনানী থানা,ডিবি সহ বিভিন্ন মহলে যোগাযোগ করতে থাকে।পরবর্তীতে অভিযান থামাতে ব্যর্থ হয়ে আর  কোন উপায়ন্তর না দেখে এবং র‍্যাবের পরিচয় নিশ্চিত হয়ে প্রায় এক ঘণ্টা পর বাসার দরজা খুলে দেয় এবং লাইভ অব্যাহত রাখে।র‍্যাবের নির্দেশে শেষে লাইভ বন্ধ করে দেয়।প্রায় দুই ঘণ্টা তার বাসায় অভিযান চালিয়ে বিদেশী বিভিন্ন ব্র‍্যাণ্ডের মদ, সীসা,ইয়াবা,লাইটারেজ আইস সহ বিপুল পরিমাণ মাদক সহ শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এরপরে রাতে র‍্যাব রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চিত্রপ্রযোজক ননজরুল ইসলাম রাজ’র  র‍াজধানীর বনানীস্থ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরীমনিকে আটকের পরই রাজের বাসায় অভিযান শুরু করা হয়। অভিযান শেষে রাত পৌনে ১২টায় তাকেও র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ বলেন, “রাত সাড়ে ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। তার কার্যালয় থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়। রাত পৌনে ১২টায় তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। “তিনি আরও বলেন, “আটক পরীমনি, পিয়াসা, মৌ এবং তাদের সহযোগী শরফুল হাসান (শুভ) এরা সবাই নজরুল রাজের ছাতার তলায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নজরুল রাজের সমন্বয়ে চক্রের সদস্যরা লেটনাইট পার্টির নামে মদ-মাদক ও নাচের আসর বসিয়ে সেখানে আসা সমাজের প্রভাবশালী, শিল্পপতি, বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও স্থির ছবি তুলে ব্ল্যাকমেইলিং করে মোটা অংকের টাকা আদায় করতেন। ব্ল্যাকমেইলিং এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য  নজরুল ইসলাম রাজ’র হাত ধরেই পরীমণির চিত্রজগতে পদার্পণ ঘটে।তাছাড়া পরীমণি,ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এর মধ্যে পারস্পরিক যোগারোগ রয়েছে দীর্ঘদিন ধরেই।র‍্যাবের তথ্যমতে তারা পর্ণোগ্রাফি,মাদক ব্যবসা,ডিজে পার্টি  আয়োজনের নামে অসামাজিক কার্যকলাপ এবং মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। পিয়াসা উজি পিস্তলসহ অবৈধ অস্ত্রের কারবারের সাথে ও জড়িত।তার নিয়ণ্ত্রণে থাকা বি এম ডব্লিউ গাড়ী এবং ফেরারী গাড়ীটি ও জব্দ করেছে র‍্যাব।উক্ত ফেরারী গাড়ীটি আমদানি নিষিদ্ধ এবং এর মূল্য কোটি টাকার উপরে।এটি মোশাররফ হোসেন মিশুর গাড়ি বলে জানা যায়।মিশু আমেরিকা থেকে পিয়াসার মাধ্যমে তার অবৈধ গাড়ী,অস্ত্র ও মাদকের ব্যবসা পরিচালনা করছিল বলে ধারণা করা হয়।

 

#র‍্যাব #চিত্রনায়িকা #প্রযোজক #ফেরারী #বিএমডব্লিউ #ইয়াবা #মাদক

রাজ,পরীমণি,পিয়াসা ও মৌ

এটি পড়ে দেখতে পারেন

সানোয়ারা উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সেমিনার সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক গত ১৯ জুলাই বুধবার সকাল দশটায় যুব সেচ্ছাসেবকদের মান উন্নয়নের লক্ষে যুব …