সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / শিক্ষা-সাহিত্য / প্রকাশিত হলো কবি সুভাষ কান্তি রুদ্রের কাব্যগ্রন্থ ‘প্রকরণ’

প্রকাশিত হলো কবি সুভাষ কান্তি রুদ্রের কাব্যগ্রন্থ ‘প্রকরণ’

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদকঃ শৈল্পিক লেখনী, কাব্য শৈলীতে সমৃদ্ধ ও প্রাঞ্জল শব্দের সমাহারে রচিত কবি সুভাষ কান্তি রুদ্রের কাব্যগ্রন্থ ‘প্রকরণ’ প্রকাশিত হয়েছে।

চট্টগ্রামের জননন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান বলাকা প্রকাশন হতে প্রকাশিত হয়েছে বইটি।

সমসাময়িক বিষয়, প্রেম, প্রকৃতি, পিতা-মাতা, শিক্ষক, নারী, স্বাধীনতা, জন্ম সহ বিভিন্ন বিষয়ের অসাধারণ বাস্তবরুপ কাব্যিক ছন্দে ফুটিয়ে তোলা হয়েছে ‘প্রকরণ’ এ।

বইটি প্রসঙ্গে কবি সুভাষ কান্তি রুদ্র বলেন, পাঠকদের মনের কাব্যিক চাহিদা ও সন্তুষ্টির সমন্বয় রয়েছে বইটিতে। সকল বয়সের পাঠকদের জন্যই বইটি লিখা। আশা করি বইটি পাঠক হৃদয় জয় করতে সমর্থ হবে।

ব্যক্তিগত জীবনে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশায় নিয়োজিত সুভাষ কান্তি রুদ্র তার বইটি প্রয়াত পিতা বিশ্বনাথ রুদ্র ও মাতা বাঁশি কুমারী রুদ্র এর প্রতি উৎসর্গ করেছেন।

এটি পড়ে দেখতে পারেন

ভালো মানুষের সংখ্যা বাড়ানোর আন্দোলন চাই

ড. মুহম্মদ মাসুম চৌধুরী ———————————— সমগ্র পৃথিবী দ্রুত উন্নতি হচ্ছে, হবে, হতেই থাকবে কিন্তু মানুষের …