অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চট্টগ্রামের পটিয়া থানাধীন মোজাফরাবাদস্থ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে শ্যামলী বাস হতে ২১০০ পিস ইয়াবাসহ মোঃ আবুল ফয়েজ (৩২) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।
রবিবার ১৪ মার্চ সন্ধ্যা ৬ঃ২০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপ-পরিচালক হুমায়ূন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন মোজাফরাবাদস্থ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে শ্যামলী বাসে তল্লাশী চালিয়ে মোঃ আবুল ফয়েজ (৩২)কে আটক করে।
এ সময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে আনা হচ্ছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে মোঃ আবু্ল ফয়েজ।
উক্ত ঘটনায় আটককৃত মোঃ আবুল ফয়েজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক মোঃ আবুল ফয়েজ (৩২) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ২ নং ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।