ডেস্ক রিপোর্ট।চট্টবাংলা ডট কমঃ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে জাতির সূর্য সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহন করা বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।