শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / এক্সক্লুসিভ কালেকশন নিয়ে শপিং কমপ্লেক্স এ স্টাইল ফ্যাশন এর উদ্বোধন

এক্সক্লুসিভ কালেকশন নিয়ে শপিং কমপ্লেক্স এ স্টাইল ফ্যাশন এর উদ্বোধন

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ কিডস্, টিনেজারদের জন্য রুচিসম্মত, আধুনিক ডিজাইনের এক্সক্লুসিভ পোশাকের সমাহার নিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের নিচতলায় উদ্বোধন করা হয়েছে মাহী এন্টারপ্রাইজের ৩য় শোরুম স্টাইল ফ্যাশন।

বেবী ও টিনেজারদের জন্য যুগের সাথে তাল মিলিয়ে রুচিশীল ও পছন্দসই টি শার্ট, পোলো শার্ট, জিন্স ও লেদারের গাউন, লেহেঙ্গা, থ্রি পিস, টপস সহ বিভিন্ন রকমের পোষাকের সমন্বয়ে শপিং কমপ্লেক্স এর নিচতলায় ৭৫ নং দোকানে সাজানো হয়েছে স্টাইল ফ্যাশনের শো রুম।

 

স্টাইল ফ্যাশনের স্বত্ত্বাধীকারী মোঃ বশিরুল ইসলাম বলেন, মধ্যবিত্ত, উচ্চশ্রেণীসহ সকলের সামর্থ্যের কথা মাথায় রেখে সাধ ও সাধ্যের সমন্বয় হলো স্টাইল ফ্যাশন। সকল শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে গুনগত মান ও বাহারি ডিজাইনের পছন্দের পোষাক ক্রেতার হাতে তুলে দেওয়াই স্টাইল ফ্যাশনের মূল লক্ষ্য।

এ সময় তিনি সকল শ্রেণীর মানুষকে কেনাকাটার জন্য স্টাইল ফ্যাশনের শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানান।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …