ডেস্ক রিপোর্ট।চট্টবাংলা ডট কমঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।এ ঘটনায় ঢাকার সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ২ টায় উপজেলার ভাটেরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন পাঠানো হয়েছে।
সন্ধ্যা আগেই উদ্ধারের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।