সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / সারা বাংলা / চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ

চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কমঃ চাকরির দেওয়ার কথা বলে গ্রাম থেকে যশোর শহরে এনে এক তরুণীকে (২৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

শুক্রবার ১২ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ভুক্তভোগী অভিযোগ করেন, খুলনা ডুমুরিয়া এলাকার মানিক নামের পূর্বপরিচিত এক তরুণ চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার বিকেলে তাকে যশোর শহরে নিয়ে আসে। পরে টার্মিনাল এলাকায় পৌঁছালে রিয়াজুল ও আনোয়ার নামে আরও দুজন তার সঙ্গে যোগ দেন । স্থানীয় একটি গ্যাসফিল্ডে চাকরি দেয়ার কথা বলে ওই তিনজন তাকে ইজিবাইকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাতে বাহাদুরপুর এলাকায় নিয়ে যায়।

বাহাদুরপুর বাঁশতলা আবাসিক এলাকায় প্রাচীরঘেরা একটি জায়গায় নিয়ে ওই তিনজন তাকে গণধর্ষণ করে।

এ সময় চিৎকার করলে অভিযুক্তরা তাকে হত্যার চেষ্টা করে। পরবর্তীতে আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ওই তিনজন পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহান ও অমিয় দাস জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।

উক্ত বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহম্মেদ বলেন, ধর্ষণের ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এটি পড়ে দেখতে পারেন

গৌরনদী উপজেলায়  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন 

বরিশাল প্রতিনিধি দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই স্লোগান নিয়ে আজ ১৫ নভেম্বর …