মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / চিটাগং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি এর ৪র্থ বর্ষপূর্তি ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠিত

চিটাগং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি এর ৪র্থ বর্ষপূর্তি ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । চট্টবাংলা ডট কম-ঃ

চট্টগ্রামের বিচারক, আইনজীবী, আইনের শিক্ষক, শিক্ষানবিশ আইনজীবি ও আইন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন “চিটাগং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি (সি.এল.এল.এস.এস.) এর ৪র্থ বর্ষপূর্তি ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পুলিশ প্লাজাস্থ রেক্স হোটেল এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড.কে.আর.এম. খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.পলটন দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও এটর্নি জেনারেল এ্যাড.এম.আমিন উদ্দিন।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড.মো: রুহুল কুদ্দুস(কাজল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.এ.এইচ.এম.জিয়াউদ্দিন, চট্টগ্রাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুর রশিদ, এ্যাড.আবু মো: হাশেম, এ্যাড.মো: এনামুল হক, এ্যাড.নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ডীন প্রফেসর ড. এ বি. এ এম. আবু নোমান, সিনিয়র আইনজীবী এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. চন্দন কুমার তালুকদার, এ্যাড. আব্দুল-আল-মামুন, এ্যাড. ইকবাল হোসেন, এ্যাড.সৈকত দাশগুপ্ত, এ্যাড.শামসুল হক টিটু, জেলা আইনজীবী সমিতির তথ্য-প্রযুক্তি সম্পাদক এ্যাড. ইমরুল হক মেনন, এ্যাড. টিপু শীল জয়দেব, এ্যাড.হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ্যাড.এ.এম.আমিন উদ্দিন বলেন, আইন পেশার মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করতে হলে বিজ্ঞ বিচারক, আইনজীবীদের পাশাপাশি সমাজে আইন শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভুমিকা অপরিহার্য। কারণ এই পেশায় প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক। এই উদ্দেশ্যকে ধারণ করে বৃহত্তর চট্টগ্রামের আইনঙ্গনে সি.এল.এল.এস.এস. নামক সংগঠনটি অভূতপূর্ব সেতুবন্ধনের মাধ্যম হিসেবে নিজেদের উজ্জ্বল দৃষ্টান্তে সমুন্নত করার নজির সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ সংগঠনের যাবতীয় কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এ্যাড. মো:ইমরান, সহ-সভাপতি অ্যাড. সুব্রত শীল রাজু, এ্যাড. সাজ্জাদ হোসেন জুয়েল ও সহ-সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ উদ্দিন তারেক, সংগঠনের বিজিসি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জান্নাতুল ফেরদৌস মুক্তা, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় শাখার রাজেশ বড়ুয়া।

সংগঠনের প্রকাশনা সম্পাদক জয়ন্ত তালুকদারের তত্ত্বাবধানে আগত সম্মানিত অতিথিবৃন্দ স্মরণিকার প্রচ্ছদ উন্মোচন করেন এবং কেক কাটেন।

অনুষ্ঠানে সি.এল.এল.এস.এস. এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, শাখা কমিটির সাবেক নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবিবৃন্দ, আইনের শিক্ষক বৃন্দ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও টেম্পল থেকে আগত আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …