চট্টবাংলা ডট কম। ডেস্ক রিপোর্ট: ঝরে গেল আরো একটি নক্ষত্র। মহামারি করোনার থাবায় নিভে গেল নাট্যজন আলী যাকের এর জীবন প্রদীপ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেছে চট্টবাংলা ডট কম ও চট্টবাংলা ডট টিভি এবং বিন্দু মিডিয়া এন্ড পাবলিকেশন্স পরিবারের সদস্যরা।
চট্টবাংলা ডট টিভি মিলনায়তনে আয়োজিত শোক সভায় এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রিয় অর্থায়নে নির্মিত ভালোবাসার প্রীতিলতা চলচ্চিত্রের অভিনেতা অনুপম বড়ুয়া পারু, চট্টবাংলা ডট কম এর চীফ রিপোর্টার অনিন্দ্য নয়ন, থিয়েটার স্লোগান-চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক, নাট্যকার ও নাট্যাভিনেতা আহমেদ আফতাব কামাল, চট্টবাংলা ডট টিভির হেড অব নিউজ গৌতম চক্রবর্তী, সংগীতশিল্পী ও নাট্যাভিনেত্রী লাভলী লাবণ্য, আবৃত্তিশিল্পী জলি দাশ, সংগীতশিল্পী উম্মে ফাতেমা শীবলি, সংবাদকর্মী ও নাট্য অভিনেতা অভি পাল।
শোকসভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিন্দু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর ক্রিয়েটিভ ডিরেক্টর কবি, গল্পকার ও সাংবাদিক সবুজ অরণ্য।
উল্লখ্য, বরেণ্য নাট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের দীর্ঘ প্রায় চার বছর ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর ভক্ত ও গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেন, আরেক বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে আলী যাকেরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডায়ালাইসিস করানোর পর গত রবিবার তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নেয়ার পর তাঁর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ বলে জানা যায়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার ২৭ নভেম্বর ২০২০ ইং ভোর ৬টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শোকসভায় বক্তারা বলেন, নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে নাট্যকর্মীরা তাদের অন্তপ্রাণ একজন অভিভাবককে হারালেন। যার অভাব পূরণ করার মতো নয়।