
অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক।চট্টবাংলা ডট কম:
চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি (সেফ) এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তরুণ উদ্যেক্তাদের জন্য দিনব্যাপী পন্য প্রদর্শনী এর আয়োজন করা হয়েছে।
শনিবার ২১ নভেম্বর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এই পন্য প্রদর্শনীর আয়োজন করা হয়।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জন তরুণ উদ্যোক্তা প্রথমবারের মত আয়োজিত এই পন্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাফিজুর রহমান উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনোয়ারা হাকিম আলী, ই-ক্যাব এর পরিচালক (কমিউনিকেশন এফেয়ার্স) সৈয়দ রহমান, পরিচালক (করপোরেট এফেয়ার্স) আসিফ আনাফ, দারাজ এর (রিজিওনাল কমার্শিয়াল, হাব লিড) মো. ইরফানুল করিম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম তফাজ্জল হক, ইনভেস্টমেন্ট কমিটি অব ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান ফারাহ মাহমুদ তৃণা, ইএসডিপির ট্রেনিং কো-অর্ডিনেটর ভবসিন্ধু গায়েন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মনজুরুল হক, বণিক বার্তার চট্টগ্রাম ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, অনেস্ট এর এডমিন বাদল সৈয়দ, সফল উদ্যোক্তা লোকমান হাকিম, তিলোত্তমা চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সাহেলা আবেদিন, ডি ইঞ্জিনিয়ারস ক্লাবের প্রতিষ্ঠাতা সৌমেন কানুনগো এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রামে ই-কমার্স ব্যবসা এবং অনলাইনের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িতদের একই প্লাটফর্মে এনে ব্যবসায়িক উন্নয়নের জন্য ২১শে নভেম্বর, ২০১৯ ফেইসবুক ভিত্তিক গ্রুপ ‘চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি’ (সেফ) এর যাত্রা শুরু হয়।
সূচনালগ্ন থেকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ই-কমার্স ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে ‘সেফ’। তাছাড়া প্রতিমাসে বিনামূল্যে ৪০ জন নতুন উদ্যোক্তাদের এক মাসব্যাপী ২৪টা ক্লাস এবং ৩৬ টা টাস্কের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনাও করা হচ্ছে । যার মাধ্যমে এই পর্যন্ত ৩০০ উদ্যোক্তাদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে । সেফের আছে আরো বিভিন্ন প্রকল্প যার মাধ্যমে হাতে কলমে উদ্যোক্তাদের ব্যবসার কাজে সহায়তা করা হচ্ছে । ইতিমধ্যে প্রায় ১০০ নতুন উদ্যোক্তা গড়ে তোলা হয়েছে যারা নিজেদের এবং অন্যের কর্মসংস্থান করে চলেছেন।
বর্তমানে সেফ গ্রুপের ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) সদস্য রয়েছে যার মধ্যে ১৫,০০০ উদ্যোক্তা রয়েছে যারা নিজেদের কর্মসংস্থান করার পাশাপাশি অন্যদের জন্য কাজ করে চলেছে। সেফের রয়েছে ১০০ এর অধিক ভলান্টিয়ার সদস্য যারা বিনা পারিশ্রমিকে শুধুমাত্র এই গ্রুপকে ভালোবেসে কাজ করে চলেছে।
গ্রুপের এডমিন সাগর দে, সঞ্জয় চৌধুরী, তৌহিদুল ইসলাম, জহিরুল আলম তুহিন সহ ১৭ জন মডারেটর এবং ৬ জন টিম লিডার কাজ করে যাচ্ছেন। আয়োজনের টাইটেল স্পনসর হয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেড।