সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ১কোটি ১৭লক্ষ টাকা এবং ৫৩০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

১কোটি ১৭লক্ষ টাকা এবং ৫৩০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

অনিন্দ্য নয়ন: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির ১কোটি ১৭লক্ষ টাকাও ৫৩০০পিস ইয়াবাসহ মােঃ শওকত ইসলাম (৩২) ও মােরজিনা ( ২৮) নামের রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‍্যাব-৭।

সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ৪ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

এ সময় রোহিঙ্গা দম্পতি জানালা দিয়ে টাকা বাইরে ফেলে দেন। পরবর্তীতে তল্লাশী চালিয়ে ৫৩০০ পিস ইয়াবা এবং ১ কোটি ১৭ লক্ষ টাকা, ২টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ৪টি জন্মনিবন্ধন সনদ ও ৬টি সিম কার্ডও উদ্ধার করে র‌্যাব-৭ টিম।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের কোম্পানী কমান্ডার (সিপিসি-৩, চান্দগাঁও, চট্টগ্রাম) ফ্লাইট ল্যাফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, রোহিঙ্গা দম্পতি চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ৪ নম্বর সড়কের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবার কারবার করছিলেন। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তারা জানালা দিয়ে টাকা বাইরে ফেলে দেন।

তিনি আরো জানান, এই দম্পতি ২০০৮ সালে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা দীর্ঘদিন ইয়াবা ব্যবসায় জড়িত। মিয়ানমার থেকে ইয়াবা এনে সারা দেশেই ছড়িয়ে দিতেন। তাদের কাছ থেকে থেকে উদ্ধার করা নগদ এক কোটি ১৭ লাখ এক হাজার ৫০০ টাকা ইয়াবা বিক্রি থেকে অর্জিত বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …