মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে আগুনে এক পরিবারের ৭ জনসহ দগ্ধ ৯

চট্টগ্রামে আগুনে এক পরিবারের ৭ জনসহ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একই পরিবারের ৭ জনসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ৮ নভেম্বর মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলির মরিয়ম ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, দগ্ধ ৯ জনের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …